Symphony w15 root করুন পানির মত সহজে
ডাউনলোডঃ
AdbDriverInstaller:
Dropbox - 404
Unlock root pro free:
Download---UnlockRoot/UnlockPhone/UnlockRom---Android Root
উপরের ফাইল দুটি ডাউনলোড করেন।
কার্-্যপ্রনালিঃ
১) আপনার মোবাইলের সিমকার্ড এবং মেমোরিকার্ড খুলে ফেলুন।
২)মোবাইলের ইউএসবি debugging অন করুন।
(setting>application>development>usb debugging)
৩) মোবাইল ডাটা ক্যাবল এর মাধ্যমে পিসি তে কানেক্ট করুন।
৪) AdbDriverInstaller ডাবল ক্লিক করে ওপেন করুন।
৫) উপরের ছবির মত মোবাইলের মডেল নাম্বার দেখালে install এ ক্লিক করুনরুন।
৬) install this driver software anyway তে ক্লিক করুন।
৭) তাহলেই আপনার ডিভাইস সঠিকভাবে ড্রাইভার install করতে পেরেছে।
(ড্রাইভার ঠিকমত install হয়েছে কিনা শিওর হবার জন্য my computer এর রাইট বাটন ক্লিক করে manage এ ক্লিক করুন।device manager এ ক্লিক করুন। এখানে যদি Android Device দেখায় তাহলে আপনি সফলভাবে AdbDriver install করতে পেরেছেন।) ঠিক নিচের ছবির মত
৮) এবার unlock root ওপেন করুন।
৯) রুট বাটনে ক্লিক করুন।
১০) এখন আপনার মোবাইলের মডেল নাম্বার দেখাবে। দেখালে ক্লিক করুন।
১১) সবকিছু ঠিক থাকলে আপনার মোবাইল রুট হয়ে যাবে এবং reboot করতে বলবে। no তে ক্লিক করে মোবাইলটা ডাটা ক্যাবল থেকে খুলে ফেলুন।
১২) মোবাইলটা অফ করে অন করুন।
১৩) এবার মেন্যুতে দেখতে পাবেন 'SuperSU' নামের একটা Application.
এখন মজা কইরা ব্যাবহার করেন। এই রকম একটা টিউন এর আমিই techtunes করেছিলাম, কিন্তু screenshot না থাকায় সবাই বুঝতে পারে নাই। তাই এই টিউন শুধুমাত্র তাদের জন্য।
এই ভাবে রুট করলে সেট ব্রিক হবার সম্ভাবনা খুব কম। বলতে গেলে নাই।