৮৪) সূরা আল ইনশিক্বাক্ব ( মক্কায় অবতীর্ণ )

kabir ananda

Moderator
Joined
Nov 29, 2010
Posts
120
Likes
0
৮৪) সূরা আল ইনশিক্বাক্ব ( মক্কায় অবতীর্ণ )

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।





إِذَا السَّمَاء انشَقَّتْ

যখন আকাশ বিদীর্ণ হবে,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

وَإِذَا الْأَرْضُ مُدَّتْ

এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ

হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ

যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا

এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاء ظَهْرِهِ

এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,

فَسَوْفَ يَدْعُو ثُبُورًا

সে মৃত্যুকে আহবান করবে,

وَيَصْلَى سَعِيرًا

এবং জাহান্নামে প্রবেশ করবে।

إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا

সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ

সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

بَلَى إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا

কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ

আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

وَاللَّيْلِ وَمَا وَسَقَ

এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ

এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ

যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
 
Back
Top